সাতক্ষীরা কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।  

কালিগঞ্জ থানা পুলিশ সুত্রে প্রকাশ,  জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান(পিপিএম) এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেল মোঃ আমিনুর রহমানের তত্ত্বাবধানে  কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ  মোঃ মামুন রহমানের নেতৃত্বে কালিগঞ্জ থানার এসআই/ মোল্লা শাহাদাৎ সংগীয়  ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার রাতে  ৪৬ বোতল ফেনসিডিল সহ নলতা এলাকা থেকে এক জনকে আটক করেন ।

আটককৃত ব্যক্তি হল কালিগঞ্জ উপজেলার পূর্ব নলতা গ্রামের মৃত ফজর আলী খানের পুত্র আকবর আলী খান(৫৩)।  এ ব্যাপারে কালিগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে কালিগঞ্জ থানা পুলিশ জানান।   আটককৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।   


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024