|
Date: 2023-03-24 14:31:43 |
হবিগঞ্জ জেলার মাধবপুরে তেলিয়াপাড়া বাজারে ২৮তম বিশ্বকল্যাণার্থে সার্বজনীন বিশ্বশান্তি শ্রীশ্রী গীতাযজ্ঞ ধর্মসভা আয়োজন করা হয়েছে।
আজ ২৪শে মার্চ শুক্রবার তেলিয়াপাড়া বাজারে সকালে গুরুবন্দনা, চন্ডীপাঠ ও শ্রীমদ্ভাগবতগীতা পাঠ ও গীতা যজ্ঞ ধর্মসভা আলোচনা করা হয়। গীতা যজ্ঞ অনুষ্ঠানে পৌরহিত্যে করেন শঙ্কর মঠ ও মিশন, সীতাকুন্ড চট্টগ্রাম এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। আরো আলোচনা করেন শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ গিরি মহারাজ,সচিন মহারাজ, দয়ানন্দ মহারাজ, রুপকানন্দ ব্রহ্মচারী ও তাপস দেব। দীক্ষা এবং ধর্মসভা শেষে আগত ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হয়।
শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ বলেন : লোভ, রাগ ও ঈর্ষা হল আমাদের সবচেয়ে বড় তিন শত্রু। এই তিন শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায়। সেই কারণে লোভ, রাগ ও ঈর্ষা সম্পূর্ণ ভাবে ত্যাগ করতে হবে। এই সব শত্রু নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি সফল ও সুখী জীবন যাপন করতে পারবেন।। গীতার বানী, গীতাই শান্তির একমাত্র পথ।
© Deshchitro 2024