গাজীপুরের শ্রীপুরে উৎসবমুখর,শান্তিপূর্ণ অবাধ ও সুন্দর পরিবেশে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাওনা বহুমুখী উচ্চ  বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ নির্বাচনে অভিভাবক সদস্য পদে ভোটারগণ তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোটাধিকার প্রয়োগ করেছেন। 


মঙ্গলবার (২৩ আগস্ট )সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে নির্বাচন অনুষ্ঠিত হয়।ভােট গ্রহণ শেষে গণনার পর ফলাফল ঘােষণা করেন নির্বাচনের প্রিজাইডিং শ্রীপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো.নরুল আমিন। 



বিদ্যালয় সূত্রে জানা গেছে, পরিচালনা পর্ষদ নির্বাচনে অভিভাবক প্রতিনিধি পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।তাঁদের মধ্যে ১ নং ব্যালটে- আলহাজ্ব আব্দুল্লাহ্ আল-মামুন,২ নং ব্যালটে- মো.কফিল উদ্দিন বিএসসি, ৩ নং ব্যালটে- মো. জাহাঙ্গীর আলম শেখ,৪ নং ব্যালটে-মো. জালাল উদ্দিন, ৫ নং ব্যালটে-মো.নজরুল ইসলাম,৬ নং ব্যালটে মো.মনিরুজ্জামান খান,৭ নং ব্যালটে-মো.মোশাররফ হোসেন বাবুল,৮ নং ব্যালটে- মো.শেখ আকরাম হোসেন,৯ নং ব্যালটে মো.হাবিবুর রহমান  নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।




অভিভাবক প্রতিনিধি নির্বাচনে  ৩ নং ব্যালটে মো.জাহাঙ্গীর আলম শেখ ৬৫১ ভোট পেয়ে প্রথম,৬নং ব্যালটে- মনিরুজ্জামান খান ৬০৪ ভোট পেয়ে দ্বিতীয়, ৯নং ব্যালটে মো.হামিদুর রহমান ৫৭২ ভোট পেয়ে তৃতীয়,১নং ব্যালটে আলহাজ্ব আব্দুল্লাহ আল-মামুন ৪৭৩ ভোটে চতুর্থ অভিভাবক প্রতিনিধি হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। 




আর পরাজিত প্রার্থীর মধ্যে কফিল উদ্দিন ৪৫০, শেখ আকরাম হোসেন ২৮৭, মাে: জালাল উদ্দিন ৩৫৪,নজরুল ইসলাম ২১৮,মোশাররফ হোসেন ৪৯  ভােট পেয়েছেন।




প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024