|
Date: 2023-03-25 05:51:39 |
কক্সবাজারের তিন উপজেলা ও এক পৌরসভা নিয়ে গঠিত কক্সবাজার-০৩ জাতীয় সংসদীয় আসন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একঝাঁক মেধাবী শিক্ষার্থীদের নিয়ে গঠিত কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও স্টুডেন্টস্ এসোসিয়েশন`র আংশিক কমিটি গঠন করা হয়। ২০২৩ সেশনের জন্যে সভাপতি মনোনীত করা হয়েছে আইইআর বিভাগের জাহেদুল করিম (সদর), সহ সভাপতি করা হয়েছে অর্থনীতি বিভাগের আনোয়ার হোসেন (রামু) ও সমাজতত্ব বিভাগের সাইমুন সাহেদ (ঈদগাঁও) এবং সাধারন সম্পাদক করা হয়েছে আইইআর বিভাগের ফারাবি কায়ছার (ঈদগাঁও), যুগ্ন সাধারন সম্পাদক করা হয়েছে আইইআর বিভাগের মোঃ শাহ আলম (রামু)।
গত ২২ মার্চ এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা কক্সবাজার-০৩ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, এসোসিয়েশনের সাবেক সভাপতি সাকিবুল হক ও সাধারন সম্পাদক গাজী সোহেল এবং সদ্য সাবেক সভাপতি আবুহেনা রনি ও সাধারন সম্পাদক মিজানুর রহমান আরিয়ান উক্ত আংশিক কমিটি আগামী এক বছরের জন্যে অনুমোদন দেন।
© Deshchitro 2024