|
Date: 2023-03-25 08:17:19 |
ময়মনসিংহের ভালুকায় বাড়ীর উঠানে রান্না করার সময় খেজুর গাছের গুড়ি ভেঙে পরে গাছের চাপায় চায়না আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার ২৫ মার্চ সকালে উপজেলার ৭ নং মল্লিকবাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড গোবুদিয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, সকালে বাড়ীর ওঠানে অসুস্থ শাশুড়ীর জন্য রান্না করার সময় গুড়ি গুড়ি বৃষ্টি ও বাতাস শুরু হলে বাতাসে খেজুর গাছটির গুরি ভেঙে, গাছটি গৃহবধূর মাথায় পরে যায় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত চায়না আক্তার ৩৫ ওই এলাকার নুরুল ইসলামের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য আতিকুল ইসলাম জানান আমরা খবর পেয়ে ঘটনা স্থলে আসি এসে দেখি খেজুর গাছের গুরি নষ্ট পঁচে আছে একটু বাতাসে গাছটি তার উপর পরে যায় এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
পরে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন।
© Deshchitro 2024