|
Date: 2022-08-23 14:32:05 |
◾ নিউজ ডেস্ক
ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান চলবে দু'রকম সময়সূচিতে। ব্যাংক সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত চললেও আর্থিক প্রতিষ্ঠান চলবে সরকারি আদেশের আলোকে ৯টা থেকে ৪টা পর্যন্ত।
মঙ্গলবার (২৩ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক থেকে আর্থিক প্রতিষ্ঠানের জন্য ৭ কর্মঘণ্টার নতুন সময়সূচির নির্দেশনা জারি করেছে। সোমবার ব্যাংকের জন্য দেওয়া নির্দেশনায় আগের মতোই কর্মঘণ্টা ৮ রেখে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পরিচালিত ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের দুইরকম অফিস সময়সূচি নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন।
© Deshchitro 2024