২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে  শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্তরে বীরমুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে মোমবাতি প্রজ্জলন ও আলোচনাসভার আয়োজন করা হয়।

মোমবাতি প্রজ্জলন শেষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম আব্দুর রহমান,  উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, সাবেক ডেপুটি কমান্ডার গাজী আবুল হোসেন, শ্যামনগর প্রেসকাব সভাপতি আকবর কবীর প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024