◾ আন্তর্জাতিক ডেস্ক


শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে নোঙর করার ছয়দিন পর বন্দর ছেড়ে গেছে চীনের ‘নজরদারি’ জাহাজ ওয়াং ইয়াং-৫।


বন্দরের মাস্টার ক্যাপ্টেন নির্মল ডি সিলভার বরাতে এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (২২ আগস্ট) বিকেল ৪টায় জাহাজটি কলম্বোর বন্দর ত্যাগ করে। এর পরবর্তী গন্তব্যস্থল চীনের জিয়াং ইয়িন বন্দর বলে জানান কর্মকর্তারা।


চীনের এ জাহাজটি স্যাটেলাইট এবং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নজরদারি করার ক্ষমতা রাখে। যে কারণে ভারত গুপ্তচর জাহাজটিকে কলম্বোয় নোঙর করা নিয়ে উদ্বেগ প্রকাশ করে।


প্রতিবেশী ভারতের এমন আপত্তির কারণে কলম্বো জাহাজটির সফর স্থগিত করতে অনুরোধও জানাছিল বেইজিংকে। যে কারণে জাহাজটি ১১ আগস্ট কলম্বোতে পৌঁছানোর কথা থাকলেও তা বিলম্ব করে ১৫ আগস্ট নোঙর করে হাম্বানটোটা বন্দরে।


জাহাজটি নোঙর করার সময় বলা হয়, জাহাজটিকে এই শর্তে বন্দরে নোঙর করার অনুমতি দেওয়া হয়েছিল যে এটি শ্রীলঙ্কার জলসীমায় থাকাকালীন স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস) চালু রাখতে পারবে না। এ ছাড়া এ সময়ে তাদের কোনো বৈজ্ঞানিক গবেষণা পরিচালনারও অনুমতি নেই।


কলম্বো জানিয়েছে জাহাজটি তাদের এ শর্তগুলো পূরণ করেছে।


হাম্বানটোটা বন্দরটি পরিচালনা করে চীন। ১১২ কোটি ডলারে বিনিময়ে ৯৯ বছরের জন্য বন্দরটি লিজ দেওয়া হয় বেইজিংকে। বেইজিং শ্রীলঙ্কার সবচেয়ে বড় দ্বিপক্ষীয় ঋণদাতা, দ্বীপের বৈদেশিক ঋণের ১০ শতাংশেরও বেশি মালিক বেইজিং।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024