|
Date: 2023-03-25 16:29:45 |
বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহের নান্দাইলে জাহাঙ্গীরপুর ইউনিয়নের দিঘলাপাড়া গ্রামে বৃদ্ধ মামা মাজিম উদ্দিনকে (৭০) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ভাগিনাদের বিরুদ্ধে।এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী ও ছেলে।
শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাজিম উদ্দিনের মৃত্যু হয়।এ ঘটনার পর থেকে অভিযুক্ত ভাগনেরা পলাতক রয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাজিম উদ্দিনের (৭০) সঙ্গে বসতবাড়ির দুই শতক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল ভাগিনা আব্দুল কাদির ও আব্দুর রাশিদের সঙ্গে। এ নিয়ে সালিসে ঘটনার মিমাংসা হলেও ভাগিনার ছেলেরা মানতে নারাজ। এ অবস্থায় শুক্রবার দুপুরের পর দুই পক্ষের মধ্যে ফের বিরোধ বাধে। এতে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
এসময় মাজিম উদ্দিনকে ভাগনেরা কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে মাজিম উদ্দিনের স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ মুঠোফোনে বলেন,মাজিম উদ্দিনের নিহতের ঘটনায় এখনো কোন মামলা হয়নি। তবে জান্নাত নামে একজনকে আটক করা হয়েছে।
© Deshchitro 2024