|
Date: 2023-03-25 16:31:46 |
কাটলীপাড়া প্রবাসী কল্যাণ বন্ধন ফাউন্ডেশনের উদ্যেগে ফাউন্ডেশনের ১ম বর্ষ পূর্তি উপলক্ষ্যে ময়মনসিংহের নান্দাইলে অস্বচ্ছল ও অসহায় পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ মার্চ) বিকালে ফাউন্ডেশনের সভাপতি আবুল কালাম ফকিরের সভাপতিত্বে কাটলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪৫ জন অস্বচ্ছল ও অসহায় পরিবারের মাঝে এই ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার ও ঈদ সামগ্রীর মধ্যে ছিল ১ কেজি মুড়ি,১কেজি খেজুর,১ লিটার তৈল,১ কেজি বুট,১কেজি চিনি,১ প্যাকেট সেমাই,১ টি সাবান এবং পেঁয়াজ ১ কেজি।
এসময় উপস্থিত ছিলেন,সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ ইদ্রিস আলী মাস্টার, উপদেষ্টা আব্দুল বাতেন ফকির,পরামর্শক আনোয়ার হোসেন ভূঁইয়া,সিনিয়র যুগ্ন সম্পাদক মোজাম্মেল হক,যুগ্ম সম্পাদক শফিক সরকার,অর্থ বিষয়ক সম্পাদক শাহিন ভূঁইয়া প্রমুখ।
কাটলীপাড়া প্রবাসী কল্যাণ বন্ধন ফাউন্ডেশনের সভাপতি আবুল কালাম ফকির বলেন,অসহায় ও নিম্ম আয়ের মানুষের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রিক দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত। ভবিষ্যতেও আমাদের এ ধারা অব্যাহত থাকবে।
© Deshchitro 2024