আজ ২৬ মার্চ, বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষ্যে বিশেষ ডুডল তৈরি করেছে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। 


শনিবার রাত ১২টার পর থেকেই গুগল এ ডুডলটি চালু করে। সাধারণত বিশেষ কোনো দিন, বিশেষ কোনো ব্যক্তি কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সংগতিপূর্ণ নকশার যে লোগো সেগুলোর মধ্যে তৈরি করে গুগল। 


গুগলে প্রবেশ করলেই বাংলাদেশের পতাকা সংবলিত এ ডুডল দেখা যাবে। ডুডলে শোভা পাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ডুডলে ক্লিক করলে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং সংশ্লিষ্ট ইতিহাসসংবলিত ওয়েবসাইটগুলো প্রদর্শন করছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023