২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকাল ৬টায় জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে জাতির জনক এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ পিপিএম বার প্রমুখ।  ২৬ মার্চ ২০২৩  সকাল ৬টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরন সহ বিভিন্ন কর্মসূচির মধ‍্য দিয়ে দিবসটি যথাযোগ‍্য মর্যাদায় পালিত হয়।
উল্লেখিত স্বাধীনতা দিবসের প্রারম্ভে  জেলা পুলিশের চৌকস্ দলের ৩১ বার তোপধ্বনি প্রদানের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয় ।

১৯৭১ সালে বাঙালির উপর নেমে আসা পাহাড় সমান বিপদের মুখোমুখি দাঁড়িয়ে "প্রথম সশস্ত্র প্রতিরোধ" তৈরী করার দুঃসাহসী নজির স্থাপন করে রাজারবাগ পুলিশ লাইনের বাঙালি পুলিশ বাহিনী, যাকে প্রথম সশস্ত্র প্রতিরোধ হিসেবে ইতিহাস সাক্ষ্য বহন করে। গর্বিত পুলিশ সদস্যের এই সাহসী পদক্ষেপটাকেই এই ভাস্কর্যের বিষয় হিসেবে উপস্থাপন করা হয়েছে। 

উক্ত পুষ্পস্তবক অর্পণকালে আরো উপস্থিত ছিলেন  মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),  আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),  শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024