|
Date: 2023-03-26 08:35:44 |
নাজিবুল বাশার:: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধুপুর উপ-আঞ্চলিক কেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় ২৫ শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপতি হয়েছে। সহকারী আঞ্চলিক পরিচালক মোহাম্মদ শাহাদত হোসেন এর নেতৃত্বে কর্মকর্তা ও কর্মচারীগণ ২৫শে মার্চ সন্ধ্যা ৭.১৫ টায় মোমবাতি প্রজ্জ্বলন ও এক মিনিট নীরবতা পালন এবং রাত ১০.৩০ টায় ০১ মিনিটের জন্য বৈদ্যুতিক আলো নিভিয়ে দিবসটি পালন করা হয়।
২৬ মার্চ সকাল ৬.৩০ টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন সহকারী আঞ্চলিক পরিচালক মোহাম্মদ শাহাদত হোসেন। জাতীয় পতাকা উত্তোলনের সময় সাউন্ড সিস্টেম এর মাধ্যমে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর শহীদ মিনারায় ৮.৩০ টায় পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। উপ-আঞ্চলিক কেন্দ্রের ক্যাম্পাসে ব্যানার টাঙিয়ে এবং দিনব্যাপি মুক্তযুদ্ধ, বঙ্গবন্ধুর ভাষণ, স্বাধীনতা ইতিহাসের রেকর্ড ও দেশাত্ববোধক গান সাউন্ড সিস্টেমের মাধ্যমে প্রচার ও রাতে ভবনে আলোকসজ্জা করে শহিদদের স্মরণ করা হয়।
© Deshchitro 2024