রোববার ( ২৬ মার্চ )  মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, কারারক্ষী, বিএনসিসি, স্কাউটস সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের নিয়ে কুচকাওয়াজ পরিদর্শন,ছাত্রছাত্রীদের  ডিসপ্লে প্রদান এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি)  মোঃ শহীদুল ইসলাম, পিপিএম(বার)। 


আরো উপস্থিত ছিলেন, জেলার উর্ধতন কর্মকর্তাবৃন্দ,  স্বাধীনতা সংগ্রামের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা'গণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক ও জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।  


এসময় কুচকাওয়াজ, শিশুদের ডিসপ্লে প্রদান সহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা স্মারক ও পুরষ্কার প্রদান করেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024