|
Date: 2023-03-26 08:41:51 |
জয়পুরহাটের জামালপুর ইউনিয়নের মধ্য দাদরা গ্রামে নিজ বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত গৃহবধূ মিতু মধ্য দাদরা গ্রামের ছাত্তারের স্ত্রী ও তিন সন্তানের জননী ছিলেন।
নিহতের সন্তানদের দাবি পরকীয়া সম্পর্কে জরিয়ে আরেকটি বিয়ে করে তাদের বাবা ছাত্তার। সেই বৌকে এই বাড়িতে আনার জন্য বিভিন্ন সময় তাদের মাকে অমানুষিকভাবে শারীরিক নির্যাতন করে আসছিল। তাদের বাবাই মাকে হত্যা করেছে এমনই দাবি তাদের।
নিহতের কণ্যা নুশরাত জানায়, প্রাইভেট পড়া শেষে রবিবার (২৬ মার্চ) সকাল আনুমানিক ১০ টার দিকে বাড়িতে এসে দেখে তার মাকে তার বাবা বেধরক মারপিট করে ফেলে রেখেছে। মায়ের সাথে কথা বলে চার মাস বয়সী শিশু ভাইকে কোলে নিয়ে খাবার খাওয়ানোর জন্য বাহিরে গিয়ে কিছুক্ষণ পরে বাড়ি ফিরে দেখে ঘরের ভিতর গলায় ওড়না পেঁচানো অবস্থায় মায়ের ঝুলন্ত লাশ।
এ সময় তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসে এবং থানায় খবর দেয়।
জয়পুরহাট থানার ওসি তদন্ত সরোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবার দাবি করছে গৃহবধূকে হত্যা করা হয়েছে। তবে মরদেহটির ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
© Deshchitro 2024