|
Date: 2023-03-26 13:52:00 |
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের নলজুর নদীর ওপর রাজধানীর হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন আর্চ সেতু নির্মাণের উদ্যাগ নেওয়া হয়েছে।
আজ রোববার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্হাপন করেন। ইতিমধ্যে পুরাতন সেতু ভেঙে নতুন সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে।
স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১৩ কোটি ৪৩ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা ব্যয়ে সেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান ভাটি বাংলা এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ।
উপজেলাবাসী ও স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়,জগন্নাথপুর উপজেলা সদর ও পৌর শহরের প্রবেশমুখ নলজুর নদের ওপর গুদামের সামনের সড়কে ১৯৮৯ সালে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের মাধ্যমে একটি সেতু নির্মাণ করা হয়। সরো এ সেতু দিয়ে যান চলাচল করতে যানজটের সৃষ্টি হত। উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে স্হানীয় সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর প্রচেষ্টায় স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি সেতু নির্মাণের উদ্যাগ নেয়।
৬০ মিটার দৈর্ঘ্য ও ১১.২৫ মিটার প্রস্ত সেতুতে দুই পাশে ফুটপাত ও লাইটিং থাকবে। রাজধানী হাতির ঝিলের আদলে দৃষ্টি নন্দন সেতুটি নির্মিত হবে। দৃষ্টি নন্দন সেতুটি বাস্তবায়িত হলে পৌর শহরের সৌন্দর্য বাড়াবে এবং শহরের যানজট নিরসন হবে বলে আশা করছি।
জনগুরুত্বপূর্ণ এ সেতু নির্মাণের উদ্যাগ নেওয়ায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের প্রতি জগন্নাথপুরবাসী খুশি। দৃষ্টি নন্দন আর্চ সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ রোববার পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সেতুর নির্মাণ কাজ উদ্ধোধন করেন।
© Deshchitro 2024