মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা আবৃত্তির আয়োজন করে ঢাকা জেলার দোহার উপজেলার মুকসুদপুর বালিকা উচ্চ বিদ্যালয় কতৃপক্ষ। রবিবার সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা করা হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের ভূমিকা সম্পর্কে অবহিত করা হয়। 


অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. আতাউর রহমান আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন। আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুর রহমানসহ অন্যান্য শিক্ষকমন্ডলী। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024