|
Date: 2023-03-27 03:09:22 |
রোববার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষ্যে নোয়াখালী জেলা পুলিশ লাইন্স কর্তৃক আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল এ মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতির পিতার পরিবারের সদস্য ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও জেলা পুলিশের সকল সদস্যদের উদ্দেশ্যে দোয়া করা হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা, সকল বিপত্তি ও অশুভ শক্তি থেকে বাংলাদেশকে নিরাপদ ও সুরক্ষার বিষয়ে দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, নোয়াখালীর জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম পিপিএম -(বার)। এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার( সিআইডি), পুলিশ সুপার ( পিবিআই), মাদ্রাসার ছাত্র, শিক্ষক সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা অফিসার ও ফোর্স বৃন্দ।
© Deshchitro 2024