|
Date: 2023-03-27 10:07:16 |
‘আমরা তোমাদের ভুলবো না’এই শিরোনামে ময়মনসিংহের নান্দাইলে স্বাধীনতা যুদ্ধে শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র নিয়ে ব্যতিক্রম আয়োজন করেছে কালের কণ্ঠ'র আঞ্চলিক প্রতিনিধি রবিউল আলম ফরাজির তত্তাবধানে ময়মনসিংহের নান্দাইল শাখা শুভসংঘ।
ব্যাতিক্রম এই আয়োজনটির উদ্বোধন করেন ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন।
রবিবার (২৬ মার্চ) স্থানীয় চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত ২৬ মার্চ উদযাপন অনুষ্টানের একটি স্টলে ‘আমরা তোমাদের ভুলবো না’ শিরোনামে দিনব্যাপী প্রদর্শিত হয় শহীদ ও প্রয়াত বীরমুক্তিযোদ্ধাদের ব্যবহৃত নানান জিনিস। এই প্রথম ও সম্পূর্ন ব্যতিক্রম একটি বিষয়কে সকলেই স্বাগত জানায়। বিষয়টি মোবাইলে ভাইরাল হলে উৎসুক লোকজন এক নজর দেখতে ভিড় জমায়।
স্টলে মোট ৩৮ জন শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের শার্ট-প্যান্ট, পায়জামা- পাঞ্জাবি, চশমা, লাঠি, চাঁদর, টুপি ছাড়াও তাদের কীর্তির বিভিন্ন ধরনের পদক প্রদর্শিত করা হয়। জিনিসপত্রের সাথে ছবি সংযুক্ত থাকায় আগত দর্শনার্থীরা নিজ নিজ এলাকার বীরমুক্তিযোদ্ধাদের সর্ম্পকে জানতে পেরেছেন।
শহীদ মুত্তিযোদ্ধার সন্তান প্রবাল মজুমদার বলেন,যারা এই আয়োজন করেছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ।আমার হীরেন্দ্র চন্দ্র মজুমদারের এক জোড়া খরম এখানে স্থান পেয়েছে। আমি তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মাজহারুল হক ফকির বলেন,ব্যতিক্রম এই আয়োজন দেখে সত্যিই আমি অভিভূত।এতে করে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধ ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানতে পারবে।আমি সাংবাদিক আলম ফরাজিকে এইজন্য ধন্যবাদ জানাই।
কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি রবিউল আলম ফরাজি বলেন,স্বাধীনতা যুদ্বে এবং পরবর্তীতে যেসব মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেছেন তাদের স্মৃতি ধরে রাখার জন্যই আমার এই আয়োজন।আশা করি এর মাধ্যমে পরবর্তী প্রজন্ম মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানতে পারবে। পাশাপাশি প্রশাসনের নজরে বিষয়টি আসলে হয়তো মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে একটি স্থায়ী জাদুগর গড়ে উঠবে।
স্টল দেখে এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন বলেন, কালের কণ্ঠ শুভসংঘ সব সময় সবার পাশে থাকে। এই ব্যতিক্রম আয়োজনও তাদের সৃষ্টি। আমি আগামি সংসদে এই বিষয়টি নিয়ে কথা বলব। যাতে করে প্রয়াত ও শহীদ মুক্তিযোদ্ধাদের এই জিনিপত্রগুলো নিয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থায়ীভাবে প্রদর্শিত করা যায়।
© Deshchitro 2024