নরসিংদী জেলার  শিবপুরে অস্ত্র ও গুলি সহ দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রেফতার। সোমবার (২৭ মার্চ) শিবপুর থানার আওতাধীন এক কলা ক্ষেত থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী কে এই বিশেষ অভিযানে  গ্রেফতার করে শিবপুর থানা পুলিশ। গ্রেফতারের সময় সন্ত্রাসীর কাছ থেকে একটি বিদেশী অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


গ্রেফাতারকৃত আসামীর নাম রতন মিয়া (২৭) সে শিবপুর থানার খৈনকুট গ্রামের হাকিমুর রহমানের ছেলে। রতন মিয়া শিবপুর একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। এলাকায় মাদক, চাদাবাজি সহ নানা অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত।


পুলিশ সূত্রে জানা গেছে, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব ফিরোজ তালুকদার পিপিএম (বার) এর নেতৃত্বে এসআই মনিরুল ইসলাম তাদের সঙ্গে থাকা  অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস দল অদ্য ০৭.২০ ঘটিকায় সময় শিবপুর মডেল থানাধীন সৈয়দের খোলা গ্রামের অন্তর্গত  ইটাখোলা টু গাজীপুর রোডের পাশে অবস্থিত সামছুল হক মোল্লার নির্মানাধীন প্রোজেক্টের সামনে মিলনের  কলা বাগান হতে উক্ত সন্ত্রাসী কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে  ০১টি বিদেশী পিস্তল ও ০২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। 


শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব ফিরোজ তালুকদার জানান, " গ্রেফতারকৃত আসামী রতন মিয়ার  বিরুদ্ধে ডাকাতি, হত্যার চেষ্টা, মানবপাচার, সিধেল চুরি ও দ্রুত বিচার সংক্রান্তে ০৯টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। আসামীকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে"।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024