বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে "উন্মুক্ত প্রতিযোগিতা-২০২৩"-এর আয়োজন করে। আজ বিকেল ৫.৩০ ঘটিকায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্লাবের উপদেষ্টা আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর, সাবেক সহ-সভাপতি আহমেদ রুবেল, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কেন্দ্রীয় শাখার সম্পাদকীয় পরিষদের সদস্য মো: খায়রুল ইসলাম দুখু, ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুন নাহার জেমি, ক্লাবের সভাপতি মো: আরিফুল ইসলাম সহ ক্লাবের কমিটি মেম্বার ও সদস্যরা। 

কবিতায় প্রথম হয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো: জসিম উদ্দিন, দ্বিতীয় হয়েছে  ইনফরমেশন সায়েন্স ও লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী প্রশান্ত কুমার এবং তৃতীয় হয়েছে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোনালিসা মুজিব মিম। 

ছোটগল্পে প্রথম হয়েছে বাংলা বিভাগের শিক্ষার্থী জুঁই রাণী বর্মণ, দ্বিতীয় হয়েছে ইসলামি স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাইশা বিন মেরি এবং তৃতীয় হয়েছে ইনফরমেশন সায়েন্স ও লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান।


সাদিকুল ইসলাম সাগর স্যার তার বক্তব্যে বলেন, "বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম লেখকদের একসাথে সাথে নিয়ে চলতে কাজ করছে। লেখা এমন এক শক্তি যেখানে, কেও বাধা দিতে পারে না। দেশ ও জাতির কল্যাণে লেখকদের ভূমিকা অনেক।  সকল তরুণ লেখকদের শুভকামনা জানাই।"


বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে, আলোচনা সভা ও ইফতারের আয়োজন করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024