|
Date: 2023-03-28 06:17:54 |
রাজপথের ওই কোলাহলে,
দেখা যায় কতোনা ছেলে পুলে।
কে বা কার আমি না হলাম যার।
কেউ কি কথা বলবে হয়ে আমার?
দুর্বল মরছে দেখ বিনা অপরাধে!
কেউ বলে শালাকে মেরে জখম করে দে।
সবল যায় পালিয়ে।
দুর্বল মাটিতে পড়ে লুটিয়ে।
করে আত্ম চিৎকার বারে বারে।
কেউ যায় না এগিয়ে তার তরে।
ভাবে যদি আমাকেও ওরা লাঠি পেটা করে।
অমানবিকতার ছড়া ছড়ি।
রাজপথে চলে হুরাহুরি।
কেউ বা প্রয়োজনে,
কেউ বা মনের আবেগে।
ছুটে চলে বহুদূর।
রাজপথে যানজট বাড়ছে করে হুরহুর।
সময়ের কালস্রোতে ছেয়ে যাচ্ছে সভ্যতাতে।
মনুষ্যত্ব পাচ্ছে লোভ।
বাপ বলে ছেলের মাথায় দে এবার কোপ।
মায়রে মারে অন্যর বেটি
তাই দেখে উদরের সন্তান হাসিতে কুটিকুটি।
মায়ে পাড়ে চিৎকার।
পায়ে ধরে মাপ চায় বার বার।
বলে মাগো আমায় আর মারিস নারে,
বুকে বড্ড ব্যথা করে।
আর বাঁচব নারে।
কে শোনে কার কথা
বলে উঠে নিজের ছেলে
তুই মরলেই তো বুড়োটারে_
তাড়াতে পারি বাড়ী ছেড়ে।
হইব আমরা একটি সুখি সংসার।
থাকবে না কোন কিছুর দরকার।
সময়ের কালস্রোতে_
ছেয়ে গেছে সভ্যতাতে।
শুধু লোভ পেয়েছে মনুষ্যত্ব_
নামক সস্তা এক শব্দ।
তাইতো আজ সত্য কথা হয়েছে জব্দ।
রফিক, শফিক খাচ্ছে খাবার
মাংস ঝোলে বেশ!
বস্তির ছেলেটা খাবার না খেয়েই,
দিনকে করছে শেষ।
ঘরে পড়ে রবে,
ফেলে দিব তবে_
করব না দান, হব না মহান।
তোমার আমার তরে_
যা চলে না একে বারে
কারো কাছে তা বেঁচে থাকার শেষ সম্বল।
তাই করো দান, হতে চাও যদি মহান।
জাত যাবে না একেবারে।
করলে দান , বাড়বে সম্মান।
পাবে তুমি বিপদে , সৃষ্টিকর্তার সাহায্য।
© Deshchitro 2024