সাতীরার শ্যামনগর থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ৫৫০ কেজি ভেজাল মধু জব্দ করেছে।

 মঙ্গলবার  থানা পুলিশের উপ-পরিদর্শক শাখায়েতুল ইসলামের নেতৃত্বে পুলিশ দল উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মিরগাং গ্রামে যতীন্দ্র নাথ মন্ডলের বাড়ীতে অভিযান চালিয়ে ভেজাল মধু জব্দ করে। এসময় ভেজাল মধু উৎপাদনের সাথে জড়িত দুই ভাই নির্মল মন্ডল ও বিজয় মন্ডলকে হাতে নাতে আটক করা হয়। উভয়ে যতীন্দ্র মন্ডলের পুত্র।

শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ১১ ড্রাম ভর্তি ৫৫০ কেজি ভেজাল মধু জব্দ করে। জিজ্ঞাসাবাদে তারা ভেজাল মধু উৎপাদনের কথা স্বীকারও করেছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ  নূরুল ইসলাম বাদল এ বিষয়ে বলেন ভেজাল মধু সহ দুই ভাইকে সাতীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024