বরগুনার তালতলীতে ট্রেড কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি) পন্য মুদি দোকানে বিক্রি করায় মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে তালতলী বাজারে অনিল চন্দ্র শীলকে ১৪ দিনের কারাদণ্ড দেয়া হয়।


জানা গেছে, তালতলী বাজারে অনিল চন্দ্র শীলের দোকান থেকে চিনি ৪১ কেজি, ডাল ৮০ কেজি, সয়াবিন ( ৩৬ বোতল ) ৭২ লিটার তেল জব্দ করা হয়। 

দোকান মালিককে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৮৬০ এর ১৮৮ ধারায় এ কারাদন্ড দেয়া হয়।


তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, মুদির দোকানে টিসিবি পণ্য বিক্রির অভিযোগে একজনকে ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024