|
Date: 2023-03-28 16:39:24 |
যশোরের অভয়নগরে নওয়াপাড়া পীরবাড়ী মাদরাসা ও অভয়নগর ইমাম পরিষদের পক্ষ থেকে নির্ধারিত এবারের ফিৎরা- ১০০/= (এক শত) টাকা
আজ ৫ই রমাজান ২৮ মার্চ ২০২৩ ইং জামিয়া আরাবিয়া মুহিউল ইসলাম নওয়াপাড়া পীরবাড়ী মাদরাসা ও অভয়নগর ইমাম পরিষদের পক্ষ থেকে জামিয়া আরাবিয়া মুহিউল ইসলাম নওয়াপাড়া পীরবাড়ী মাদরাসার ৮ নং কক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে জামিয়া আরাবিয়া মুহিউল ইসলাম নওয়াপাড়া পীরবাড়ী মাদরাসার মুহতামিম হযরত মাওঃ রফিকুজ্জামান শাহ্ (পীর সাহেব নওয়াপাড়া) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন হাফেজ শাহ্ ওলীউজ্জামান, জামিয়ার প্রধান মুফতি ও শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ তৈয়্যব, জামিয়ার আসাতেজায়ে কিরামগন, ইমাম পরিষদের সম্মানীয় ইমামগন ও এলাকার বিভিন্ন মাদ্রাসার মুহতামিমগন।
এলাকার বাজার দর যাচাই ও পর্যালোচনা করে এবারের ফিৎরা নির্ধারণ করা হয়েছে ১০০/= (এক শত) টাকা।
স্থানীয় বাজার দর অনুযায়ী আটা হিসাবে জনপ্রতি ফিতরার পরিমাণ ১ কেজি ৬৩৫ গ্রাম ।
এবার এই এলাকায় প্রতি কেজি আটার বাজার মূল্য ৬০ টাকা। সুতরাং ছদকায়ে ফিতর আদায় করতে হবে ১.৬৩৫ × ৬০ = ৯৮.১০ টাকা। আদায়ের সুবিধার্থে ১০০/- টাকা নির্ধারণ করা হয়েছে।
© Deshchitro 2024