|
Date: 2023-03-29 10:32:41 |
সুধারাম মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান দেশীয় তলোয়ার,পাইপ ও ছোরা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৮ মার্চ ) রাত ১০.৩০ ঘটিকার সময় নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম পিপিএম-বার এর নির্দেশনায়, নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম নোয়াখালীর ডিবি'র ওসি নাজিম উদ্দিন আহমেদ এর তত্ত্বাবধানে এস.আই(নিঃ) মোঃ সাঈদ মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা সুধারাম থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে।
অস্ত্র উদ্ধার অভিযানে নোয়াখালী জেলার সুধারাম থানাধীন নোয়াখালী পৌরসভাস্থ মাইজদী রেলস্টেশনের পূর্বপাশে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরী ০৮ টি তলোয়ার, ০২ টি লোহার পাইপ, ০১ টি ছোরা প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় উদ্ধার করে।
ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিছু বহিরাগত সন্ত্রাসী বাহিনী মাইজদী রেলস্টেশনের পাশে অবস্থান করছে, ঘটনার বিষয়ে সত্যতা যাচাই করার জন্য উক্ত স্থানে ডিবি টিম গেলে তাদের উপস্থিতি টের পেয়ে বর্ণিত দেশীয় তৈরী অস্ত্র রেখে দৌড়ে সন্ত্রাসী বাহিনী পালায়ন করেন। আটককৃত অস্ত্র ডিবি'র হেফাজতে রয়েছে।
নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন আহমেদ অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
© Deshchitro 2024