দিনাজপুরে এক ডায়াগনষ্টিক সেন্টারে কর্মরত মোঃ মিজান(৪৩)নামের এক ব‍্যক্তিকে হত‍্যা করে দীর্ঘদিন থেকে পলাতক থাকা প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।


২০২১সালের মার্চ মাসে দিনাজপুর এম আব্দুর রহিম ম‍্যাডিক‍্যাল কলেজ সংলগ্ন এক ডায়াগনষ্টিক সেন্টারে কর্মরত থাকা অবসথায় মোঃ মিজানকে দিনাজপুর সদর উপজেলার দাড়ইল গ্রামের মোঃ রজব আলীর ছেলে মোঃ আরিফ হোসেন(৩৬) হত‍্যা করে পালিয়ে যায়।সেই সময় ডায়াগনষ্টিক সেন্টারে এই হত‍্যাকান্ড স্থানীয়ভাবে এবং সংবাদপত্রসহ বিভিন্ন মিডিয়ায় ব‍্যাপক আলোড়ন সৃষ্টি হয়।গত ২৯ মার্চ র‍্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানি ১ দিনাজপুরের আভিজানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এম আব্দুর রহিম ম‍্যাডিক‍্যাল কলেজ হাসপাতাল মোড় এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল‍্যকর মিজান হত‍্যা মামলার দীনদিন পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত প্রধান আসামী মোঃ আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়।


দিনাজপুর র‍্যাব ১৩ এর সিনিয়র সহকারি পরিচালক( মিডিয়া) ফ্লাইট লেফটেন‍্যান্ট মাহমুদ বশির আহমেদ সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ‍্যেমে জানা যায় ২১সালের মার্চ মাসে পূর্ব শত্রুতার জেরধরে খুন হয়।উক্ত ঘটনার বিষয়ে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে দিনাজপুর সদর থানায় মামলা করে।এই মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ আরিফ ঘটনার পর থেকেই পলাতক থাকে।মামলার তদন্তকারী কর্মকর্তা তার নাম উল্লেখ করে আদালতে চার্যসিট দাখিল করে। আদালত হত‍্যা মামলার প্রধান আসামী আরিফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস‍্যু করে।দীর্ঘদিন পলাতক থাকা আসামীকে গ্রেফতারের নিমিত্তে সিপিসি ১ দিনাজপুর ছায়া তদন্ত শুরু করে।‌

এর ই প্রেক্ষিতে র‍্যাব -১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানি ১ অভিযান শুরু করে গতকাল এম আব্দুর রহিম মেডিক‍্যাল কলেজ হাসপাতালের মোড় থেকে উল্লেখিত আসামীকে গ্রেফতার করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024