|
Date: 2023-03-29 14:09:28 |
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নবনির্মিত জামে মসজিদটি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-নির্মিত মসজিদটি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন
জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আর্ধেন্দু কুমার দেব বেভুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, ফিনলে চা কোম্পানির ভাড়াউড়া ডিভিশনের জেনারেল ম্যানেজার জি. এম. শিবলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন। মসজিদের ইমাম মাওলানা আছগর হোসাইনসহ চিকিৎসক, স্টাফ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, স্বাস্থ্য কমপ্লেক্স এর পুরনো পাঞ্জেগানা মসজিদে মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় পুরনো মসজিদের পাশেই বড় করে নতুন মসজিদ নির্মাণ করা হয় এবং জুমআ তথা জামে মসজিদ হিসেবে নামকরণ করা হয়।
© Deshchitro 2024