সর্বদা মোর প্রার্থনা 

অট্টলিকা চাই না, 

সৎপথে চালাও মোরে 

গাফেল হতে দিওনা 

ওহে মালিক রাব্বানা। 


সম্মান তুমি দিও মালিক 

অপমানিত করো না 

লোভ-লালসা মোরে দিও না 

সততা মোর কেড়ে নিও-না। 


করো মোরে সত্যভাষী 

হই যেন তোমার চরণ দাসী। 

ভুল হলে করো না অভিমান 

দিও সৎ কাজের উত্তম প্রতিদান। 


দাও তুমি ভ্রাতৃত্ববন্ধন 

তোমার কাছে করি ক্রন্দন। 

সঠিক পথের দাও সন্ধান 

আল্লাহ তুমি মেহেরবান। 

সকল কুসংস্কারের বাতি নিভিয়ে 

কুরআনের বাণী দাও ছড়িয়ে। 



ফজিলা খাতুন 

ফ্রিল্যান্সার। 

তারাগঞ্জ, রংপুর। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024