জগন্নাথপুর থানাধীন সিএ মার্কেট সংলগ্ন চার তলা ভবনের চতুর্থ তলার ভাড়া বাসার তালা ভেঙ্গে গত ২১-০৩-২০২৩ খ্রি. সকাল অনুমান ০৯:০০ হতে দুপুর অনুমান ১২:৩০ ঘটিকার মধ্যে অজ্ঞাতনামা চোর বা সঙ্গবদ্ধ চোরচক্র ঘরে প্রবেশ করে আলমারিতে রাখা নগদ ৭০০০/- টাকা ও সাড়ে দশ ভরি ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৯,৪০,০০০/- টাকা। উক্ত বিষয় মনতোষ বাড়ৈ বাদী হয়ে ২৮-০৩-২০২৩ খ্রি. অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে অভিযোগ দিলে জগন্নাথপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।


মামলা রুজুর পর অফিসার ইনচার্জের নির্দেশক্রমে এসআই অলক দাশ তথ্য উপাত্ত সংগ্রহ করে সুনামগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ২৮-০৩-২০২৩ খ্রি. আন্তঃজেলা চোরচক্রের প্রধান আসামি রফিক মিয়া ওরফে গাল কাটা রফিক, পিতা-মৃত মনির মিয়া, সাং-বিটিলপাড়, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, বর্তমান ঠিকানা-কদমতলী স্বর্ণশিখা, ব্লক-বি, থানা-দক্ষিণ সুরমা, সিলেটকে সনাক্ত পূর্বক গ্রেফতার করেন। প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা যায়, গ্রেফতারকৃত আসামী সিএনজি চালানোর আড়ালে চুরি ছিনতাই করে থাকে। কুখ্যাত চোর রফিকের বিরুদ্ধে মৌলভীবাজার, সুনামগঞ্জ, এসএমপি সহ সিলেট বিভাগের বিভিন্ন থানায় চুরির মামলা রয়েছে। চুরি যাওয়া অর্থ ও স্বর্ণালংকা উদ্ধারসহ সহযোগী অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024