রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষকরত্ন শেখ হাসিনা হলের ছাদ থেকে লাফিয়ে পড়া শিক্ষার্থী মারিয়া রহমান (২৫) মারা গেছেন।


বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


মারিয়ার দুলাভাই আশরাফ আলী বলেন, আমার শ্যালিকা মারিয়া শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। পরীক্ষা দিতে না পারায় মানসিকভাবে বিপর্যস্ত ছিল সে। এ কারণে হলের ১০ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। ঢামেক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিল সে।


গত বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে হলের ছাদ থেকে লাফ দেন মারিয়া। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। মারিয়ার গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলায়।


এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ড. ফরহাদ হোসেন বলেন, আমরা জেনেছি মারিয়া মারা গেছে। যদি তার পরিবার চায় তবে থানার ফর্মালিটিজ শেষ করে ক্যাম্পাসে তাকে নিয়ে আসা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024