জয়পুরহাটের আক্কেলপুরে পুকুরপাড় থেকে শামীম হোসেন (৪৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার মাঝগ্রামের দিঘলীর বিল পুকুর পার থেকে ওই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় মরদেহটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।


নিহত শামীম হোসেন আক্কেলপুর পৌরসভার শান্তা গুরকি গ্রামের মৃত মালেক সাখিদারের ছেলে। 


শামীম পৌর যুবদলের সাবেক সহ সহভাপতি পদে ছিলেন। তিনি স্থানীয় নিলাভ হোসেনের পুকুর পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শামীম হোসেন দীর্ঘদিন ধরে নিলাভ হোসেনের পুকুর পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন। গত বুধবার রাত পৌনে দশটার দিকে পুকুরের মালিক নিলাভ হোসেন ওই পুকুর দেখতে গিয়ে দেখেন শামীমের মরদেহ। এরপর তিনি পুলিশ ও স্থানীয় লোকজনদের খবর দেন। পরে পুলিশ গিয়ে বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।


স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মেজবাউল হোসেন গবু বলেন নিহত শামীমের কোন শক্রুছিল না। ঠিক কি কারনে সে মারা গেল সেটি নিয়ে সন্দেহ থাকায় লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


নিহত শামীমের স্ত্রী বিউটি বেগম বলেন, আমার স্বামী আগে থেকেই নেশা করতেন। তিনি কি কারনে মারা গেছেন সেটি আমি বলতে পারব না।


আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন,খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। তবে পরিবারের লোকজন জানিয়েছেন তিনি প্রতিনিয়ত মাদক সেবন করছিলেন। ময়নাতদন্তের রির্পোট এলে মৃত্যুর সঠিক তথ্য জানা যাবে বলে তিনি জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024