|
Date: 2022-08-24 12:50:30 |
◾সোহানুর রহমান সোহাগ
সময়ের আলোচিত নির্মাতাদের একজন হাসিব হোসাইন রাখি। তিনি নিয়মিত নির্মাণ করছেন জনপ্রিয় সব নাটক। এরই ধারাবাহিকতায় এই নির্মাতা নির্মাণ করেছেন 'ওরে বাবা গার্লফ্রেন্ড ' শিরোনামের নাটকটি। নাটকটি আগামীকাল মুক্তি পাবে গোল্লাছুট ইউটিউব চ্যানেল এ।
'ওরে বাবা গার্লফ্রেন্ড' নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি নিজেই। নাটকটিতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, হিমি, আব্দুল্লাহ্ রানা, রকি খান ছাড়াও আরও অনেকেই।
© Deshchitro 2024