|
Date: 2022-08-24 12:55:05 |
সারের ডিলারের দোকানে নেই মূল্য তালিকা। ফলে ক্রেতাদের কাছ থেকে ইচ্ছেমতো দাম নিচ্ছেন বিক্রেতারা। ভোক্তা অধিকার আইন অনুযায়ী পণ্যের মূল্য তালিকা টানানো বাধ্যতামূলক। মূল্য তালিকা না থাকার অপরাধে দুই সার দোকান মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ২৪ আগস্ট বুধবার শেরপুর জেলার ঝিনাইগাতী সদর বাজারের শিমুল মিয়ার সারের দোকানে ২ হাজার ৫ শত টাকা ও কুচনীপাড়া বাজারের সোহান মিয়ার সারের দোকানে ২ হাজার ৫ শত টাকা, মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সতর্ক করা হয় যেন ভবিষ্যতে এমন অপরাধ আর না করে। একইসঙ্গে ব্যবসায়ীদের নিয়মিত পণ্যের মূল্য তালিকা হালনাগাদ করা এবং পণ্য ক্রয়-বিক্রয়ে পাকা রশিদ সংরক্ষণ করার প্রতি আহ্বান জানান অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাগণ। অভিযান পরিচালনা করেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আল মাসুদ। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার জানান, সার ক্রয়ের পূর্বে ক্রেতা অবশ্যই ক্রয় রসিদ সংগ্রহ করবেন। সারের খুচরা মূল্য প্রতি বস্তা ইউরিয়া ১১০০ টাকা, পটাশ ৭৫০ টাকা, ডিএপি ৮০০ টাকা, টিএসপি ১১০০ টাকা।
© Deshchitro 2024