দিনাজপুর চিরিরবন্দর উপজেলার বেকিপুল বাজারের সামনে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহীসহ দুজন নিহত হয়েছে।

নিহতরা হলেন গোলজার আলী (৪৫) ও ফজলে রাব্বী দুলাল (৪০) 

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে দশমাইল হাইওয়ে থানার কর্তব্যরত উপপরিদর্শক ননী গোপাল বলেন , ৩০শে মার্চ বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে দিনাজপুর- রংপুর মহাসড়কের বেকিপুল বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলজার আলী চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ডাঙ্গারহাট এলাকার মৃত গোমুল্লা শাহের ছেলে ও অপর একজন ফজলে রাব্বী দুলাল পাশ্ববর্তী খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ডুবলিয়া গ্রামের মৃত ইসহাক আলী ছেলে বলে জানাগেছে


স্থানীয় প্রত‍্যক্ষদর্শিরা জানান, রাণীরবন্দর থেকে মোটর সাইকেল যোগে গোলজার আলী ও ফজলে রাব্বী দুলাল বেকিপুল বাজার এলাকায় এসে পৌচ্ছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024