শ্রীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে হাইকোর্ট  নির্দেশনা পালনে জব্দকৃত ৬০টি ব্যাটারি চালিত অটোরিকশা ও ভ্যান মুচলেকায় শর্ত সাপেক্ষে ছেড়ে দেয়া হয়েছে এবং ২৬ টি অটোরিকশা ও ভ্যান প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় আটক রাখা হয়েছে।



বুধবার (৩ আগস্ট)সকাল থেকে বিকাল পযন্ত জেলা পরিষদ ডাকবাংলা মাঠে থাকা জব্দকৃত  অটোরিকশাগুলো ধরন চিহ্ন করে শ্রীপুর থানা উপ পরিদর্শক(এস আই) মোহাম্মদ জিন্নাহ মালিক পক্ষের কাছে বুঝিয়ে দেন। 


বিনা জরিমানায় ছেড়ে দেয়া গাড়ির মধ্যে রয়েছে ৪৮টি অটোরিকশা , ১২টি ভ্যান সর্বমোট-৬০ গাড়ি।সকাল থেকে শ্রীপুর জেলা পরিষদ ডাকবাংলার সামনে গাড়ি নেওয়ার জন্য চালক ও মালিকদের ভিড় লক্ষ করা গেছে।


জানা যায়, হাইকোর্ট আদেশ অমান্য করে  গত ২৬ জুলাই  শর্ত ভঙ্গ করে যেসব যানবাহন যাত্রী পরিবহন করেছে তাদেরকে পর্যায়ক্রমে জব্দ করা হয়। 


তার মধ্যে সর্বমোট শতাধিক ব্যাটারি চালিত অটো রিক্সা, ও ভ্যান আটক করে ডাকবাংলাতে রাখা হয়েছিল। 


জব্দকৃত এসব যানবাহন গুলোর ব্যাটারি নস্ট হয়ে যাবে এই আশংকায়, অবশেষে মানবতার কথা চিন্তা করে চালক ও মালিকদেরকে মহাসড়কে  যাতে তারা গাড়ি না চালাই  এই শর্তে গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ  বিপিএম ( বার)  মানবিক কারনে, বিনা জরিমানায় ছেড়ে দেয়ার নির্দেশ দেন। তার নির্দেশে বুধবার সকালে থেকে ডাকবাংলা  থেকে এক এক করে গাড়ির  প্রকৃত চালক ও মালিকগণকে গাড়ি বুঝিয়ে দেন । 



 



শ্রীপুর থানা পুলিশ পরিদর্শক(অপারেশন) মো.আশেকিন জানান,মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করে যারা মহাসড়কে যাত্রী পরিবহন করেছে তাদের অটোরিকশা গুলো আটক করে রাখা হয়। আটককৃত গাড়িগুলোর ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় মানবাকি দিক চিন্তা করে পুলিশ সুপার শফিউল্লাহ স্যারের নির্দেশে শর্তসাপেক্ষে গাড়িগুলো জরিমানা ছাড়া ছেড়ে দেওয়া হয়েছে। তবে ধরন চিহ্নিত করা হয়েছে। যাতে করে পরবর্তীতে মহাসড়কে সেগুলো রাস্তায় বের হয়ে যাত্রী পরিবহন করলে তাদেরকে আটক করে আইনগত ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা যায়। আটককৃত বাকি গাড়িগুলো জনপ্রতিনিধি এনে সনাক্ত করে ছারিয়ে নিতে হবে। এইসব গাড়ির ব্যাপারে কোনো রকম আর্থিক লেনদেন করা যাবে না।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024