সদর কোট ইউনিট এর ফোর্সদের নিয়ে একসাথে বসে ইফতার করেন নোয়াখালীর পুলিশ সুপার এবং উপস্থিত  রোজাদার মাঝে নিজ হাতে ইফতারি করান।


শুক্রবার ৩১ মার্চ নোয়াখালী জেলার সদর কোট এর আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ে সদর কোট ইউনিট এর অপিসার ও ফোর্সদের নিয়ে একসাথে বসে ইফতার করেন নোয়াখালীর পুলিশ সুপার, মো. শহিদুল ইসলাম পিপিএম (বার)  তিনি উপস্থিত থেকে নিজের হাতে  রোজাদার মানুষদের ইফতারি করান।


এই সময় উপস্থিত ছিলেন বিজয়া সেন, অতিঃপুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্ নোয়াখালী। মো. মোর্তাহীন বিল্লাহ, অতিঃপুলিশ সুপার, সদর সার্কেল,জেলার টিআই সহ জেলার পুলিশের বিভিন্ন ইউনিট অফিসার ও ফোর্সগণ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024