|
Date: 2023-03-31 17:21:03 |
ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকায় ফেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে তফিজুল ইসলাম নামের এক অটো চালকের অটো চুরি হয়েছে।
অটোচালক তখন ঐ ডায়াগনস্টিক সেন্টারে নামাজ ঘরে আসরের ওয়াক্তের নামাজ পড়ছিলেন।
জানা যায়, উনি রোগী যাত্রী নিয়ে ঐ ডায়াগনস্টিক সেন্টারে এসেছিলেন।
তফিজুল ইসলামের বাসা ঠাকুরগাঁও জেলার রানীশৈংকেল উপজেলার নেকমরদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দিঘিয়া গ্রামে।৪ (চার) মেয়ে সন্তানের জনক তিনি এ-ই অটোরিকশা দিয়েই সংসার চালাতেন। লোন নিয়ে অটোরিকশা কিনেছিলেন যার প্রতি সপ্তাহে প্রায় ৫ (পাঁচ) হাজার টাকা কিস্তি দিতেন এই রিকশার উপার্জন দিয়েই।
এখন দিশেহারা অবস্থায় কান্না করছেন তফিজুল ইসলাম।
© Deshchitro 2024