|
Date: 2023-04-01 04:19:22 |
চাঁপাইনবাবগঞ্জ শহরের পৌর এলাকা শান্তিমোড় মৃধাপাড়ায় কর্দমাক্ত মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দ্বিতল ভবনে তেলবাহী ট্যাংকলরীর ধাক্কা এ দুর্ঘটনা ঘটছে।
প্রত্যক্ষদর্শী পথচারী কয়েকজন বলেন,শনিবার (১এপ্রিল) ভোর সোয়া ৫ টায় ফজর নামাজের সময় (৫:১৫ মিনিটে) রাজশাহীগামী একটি তেলবাহী ট্যাংকলরী (ঢাকা-মেট্রো-৪১-০১০৯) শহরের শান্তিমোড়ের কাছে আসলে কর্দমাক্ত পিচ্ছিল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দ্বিতল ভবনে আঘাত করে, এতে দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। এবং একটি বৈদ্যুতিক খাম্বা/খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। বৈদ্যুতিক খাম্বায় ধাক্কা লাগার কারনে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য ভবনে থাকা মানুষ বেঁচে যায় বলে স্থানীয়রা জানান । বিকট শব্দ পেয়ে আতংকিত হয়ে আসপাশের মানুষ বেরিয়ে আসে, তবে কউ হতাহত হয়নি।
স্থানীয়রা জানান আজাইপুর বিল সংস্কারের কর্দমাক্ত মাটি ট্রাক্টরে করে শহরের বিভিন্ন সড়ক দিয়ে পরিবহন করায় শান্তিমোড় থেকে বিশ্বরোড, বটতলাহাট, নতুনহাটসহ ঐসব সড়কে কাদামাটি জমে যায় এবং গতরাতের বৃষ্টিতে সড়ক পিচ্ছিল হয়ে যায়। ফলে সড়কে ভারি যানবাহন ও ইজিবাইক, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচলের সময় ব্রেক করলে নিয়ন্ত্রণ রাখতে পারে না চালক। ফলে যে কোন সময় বড় দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটতে পারে ।
দ্রুত সড়কের কাদামাটি পরিস্কার না করলে, যে কোন সময় ভয়াবহ দুর্ঘটনার আশংকা থেকেই যায় বলে বলে স্থানীয়দের অভিমত।
© Deshchitro 2024