|
Date: 2023-04-01 12:53:33 |
ঝালকাঠির নলছিটিতে মুসলিম এইড অষ্টিলিয়া "মা" উদ্যোগে মাহে রমজান উপলক্ষ্যে উপজেলার ৭'শ ১৪ অসহায় দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার মোট ৮টি ভেন্যুতে হতদরিদ্র, অতিদরিদ্র, আয়বহির্ভূত, সীমিত আয়, শাররীক প্রতিবন্ধীতা ইত্যাদি বিষয় যাচাই বাছাই করে পরিবার ভিত্তিক এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিটি পরিবারকে ২০ কেটি চাল, ২কেজি চিনি, ২লিটার সয়াবিন তেল, ১কেজি ছোলা বুট, ১কেজি মশুর ডাল, আধা কেজি খেজুর ও ২'শ গ্রাম ট্যাং সহ মোট ২৬ কেজি ৭'শ গ্রাম খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
পহেলা রমজান থেকে শুরু করে সপ্তাহ ব্যাপী উপজেলার মালিপুর, সূর্যপাশা, অনুরাগ, জুরকাঠি, মোল্লার হাট, বারইকরণ, পরমপাশা, পাওতাসহ ৮টি ভ্যেনুতে মোট ৭১৪ টি দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণকালে মুসলিম এইড অষ্ট্রেলিয়া "মা''র বরিশাল বিভাগীয় সমন্বায়ক আঃ ওহাব তালুকদার, ব্যারিষ্টার মাইনুল করিম, সমাজ সেবক নেয়ামুল করিম, প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন, শিক্ষক কবির হোসেন, সমাজ সেবক আবু হানিফ, রানাপাশা ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার, মোস্তফা কামাল, ফজলে আলী খান, ব্যাংক কর্মকর্তা সাকিব খান, মনিরুল ইসলাম, বখতিয়ার মিয়াসহ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024