যে বেড শুলে যন্ত্রনা দেয় হৃদয়ে উঁকি, 

সে বেডে আছে মৃত্যু ঝুঁকি। 


হাজারো অসুস্থ যেখানে হয় পোহাতে, 

সেখান থেকে কে না চায় বের হতে।


মানুষের চাওয়া থাকে বেডে শান্তির ঘুমে যেতে, 

হাসপাতালের বেড চোখে পড়লে মন চায় দৌড়ে পালাত।


যেখানে থাকে মা-বাবা, ভাই, বোন, সহধর্মিণী আত্মীয়া স্বজদের অশ্রু, শত শত রোগীর 

মন করে বিবস্ত্র।


বেডে শুয়ে থাকা প্রতিটা সেকেন্ড মনে হয় এক এক ঘন্টা সমান,

 প্রতিটা ঘন্টা মনে হয় এক এক বছর সমান,

প্রতিটা দিন মনে হয় এক এক যুগ সমান সময়।


প্রতিটা মূহুর্তে থাকে কান্নার আহাজারি, 

হৃদয়ে উঁকি দেয় সটফটানি রাশি রাশি।


প্রতিটা ক্ষণে আশা জাগে, 

বের হতে পারবো কখন রাক্ষস নামক

হাসপাতালের বেড থেকে।


এটাতো বেড নয় যেন জেলখানা, 

এটাতো বেড নয় যেন কষ্টের সমুদ্র, 

এটাতো বেড নয় যেন যন্ত্রণার পাহাড়, 

এটাতো বেড নয় যেন মৃত্যু কূপ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024