পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি) একমাত্র আবৃত্তি সংগঠন " কণ্ঠস্বর আবৃত্তি দল " এর চতুর্থ কার্যনির্বাহী পরিষদ (২০২৩-২০২৪) এর কমিটি ঘোষণা করা হয়েছে।


শনিবার সাবেক সভাপতি তারেক হাসান ও সাধারণ সম্পাদক প্রতিভা কুন্ডু স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে কমিটিরের অনুমোদন দেওয়া হয়।


© ছবি: প্রেস বিজ্ঞপ্তি


কন্ঠস্বর আবৃত্তি দলের নতুন কমিটিতে সভাপতি হয়েছে গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ঈসমাইল হোসেন ইমন এবং সাধারণ সম্পাদক হয়েছে পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজিদা নাসরিন সজনি।


উক্ত কমিটিতে সহ-সভাপতি হয়েছে ধ্রুব বেপারি, যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছে এইচ এম রিদয় আলম উল্লাস, সাংগঠনিক সম্পাদক হয়েছে দিপাঞ্জন কর্মকার ও সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছে লামিয়া হোসেন পৌষী।


নতুন সভাপতি ঈসমাইল হোসেন ইমন বলেন, আমার আত্মপ্রকাশ এর জায়গা কণ্ঠস্বর। মুলত নিজেকে চেনা বা নিজের ভালো লাগার জায়গাটা কে খুব ভয়ে ভয়ে শুরু করেছিলাম ২০১৯ এ! দিনটা আমার এখনও মনে পড়ে। লাল পাঞ্জাবি, চোখে চশমা, যে হাতে মাইক্রোফোন সেটা থরথর করে কাপছে,কি বলতে কি বলি!  তারপর শুরু হলো, শিখতে শুরু করলাম, জায়গাটা ভালো লাগতে শুরু হলো।


তিনি আরো বলেন, যান্ত্রিকতার এই সময়টায় নিখাদ ভালোলাগা বা ভালো থাকার একটা জায়গা হলো কণ্ঠস্বর!!ধন্যবাদ সবাইকে যারা আমাকে শিখিয়েছে বরাবর!ধন্যবাদ আমাকে এতো বেশী ভালো বাসার জন্য!নতুন দায়িত্ব, দায়িত্ব টা বিশাল বড়। আমি যথার্থ চেষ্টা করবো পালন করে যাওয়ার। আমার সহযোদ্ধা সহ কণ্ঠস্বরের সকলকে পাশে চাই।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024