|
Date: 2023-04-03 05:31:23 |
সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ২০০তম ম্যাচে অধিনায়কত্ব করলেন রোহিত শর্মা। কিন্তু আইপিএলে মুম্বাইয়ের যে প্রথম ম্যাচের ‘গেরো’, সেটি খুলতে পারেনি তারা।
চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে আইপিএলে টানা ১১বার প্রথম ম্যাচে হারল মুম্বাই।
আগে ব্যাট করতে নেমে শুরুটা ধীরগতির হলেও শেষপর্যন্ত ১৭২ রানের পুঁজি সংগ্রহ করে রোহিত শর্মারা। তবে সেই টার্গেট ২২ বল ও ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় ব্যাঙ্গালুরু।
মুম্বাইয়ের ব্যাটিংয়ে শুরুটা ছিল হতাশাজনক। ২০ রানেই তারা ৩ উইকেট হারিয়ে বসে। এক কথায় মুম্বাইয়ের পুরো টপ অর্ডার ব্যর্থ ছিল। আকাশ দীপের বলে আউট হয়ে অধিনায়ক রোহিত ফিরেছেন মাত্র ১ রান করে। এর আগে ফেরেন কিশান ও ক্যামেরন গ্রিন। অফ-ফর্মে থাকা সূর্যকুমার যাদবও ক্রিজে থিতু হতে পারেননি।
মুম্বাইয়ের উইকেট পতনের অন্যপ্রান্তে দৃঢ়তা দেখান তিলক ভার্মা। মূলত দলকে তিনি একাই টেনেছেন। খেলেছেন ৮৪ রানের এক অনবদ্য ইনিংস। তার ব্যাটেই মুম্বাই ১৭১ রানের লড়াইয়ের পুঁজি পায়। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই সমানে ব্যাট চালিয়েছেন কোহলি ও ডু প্লেসিস।
দুজনেই ফিফটি করেছেন। সর্বোচ্চ ৪৯ বলে ৮২ রান করেন কোহলি। তিনি খেলেছেন ৫টি ছক্কা ও ৬টি চারের মার। অন্যদিকে ৬টি ছক্কা ও ৫টি চারের বাউন্ডারিতে ৪৩ বলে ৭৩ রান করে আউট হন ডু প্লেসিস।
শেষদিকে গ্লেন ম্যাক্সওয়েল পরপর দুই বলে ছয় মেরে বেঙ্গালুরুর জয় নিশ্চিত করেন। ১৬.২ ওভারে জয় দিয়ে আইপিএলের ১৬তম আসর দুর্দান্তভাবে শুরু করলো কোহলিরা।
© Deshchitro 2024