|
Date: 2022-08-25 03:16:19 |
প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না তামিম মোল্লার(১৬)। পথিমধ্যে
অ্যাম্বুলেন্সর ধাক্কায় নিহত হয়েছে সে। বুধবার সকালে লোহাগড়া উপজেলার মুন্সির মোড় এলাকায়
এ ঘটনা ঘটে। নিহত তামিম উপজেলার চরবকজুড়ি গ্রামের রহমান মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান,তামিমের দুই সহপাঠিকে নিয়ে মোটরসাইকেলে
চড়ে বাড়ি ফিরছিল। লোহাগড়া বাজারের মুন্সির মোড় এলাকায় পৌছালে সামনের দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের
ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় সে। অপর দুই সহপাঠি আহত হয়।
জানাগেছে, তিন জনই উপজেলার এম,কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়
থেকে এবার এস,এস,সি পরীক্ষার্থী ছিল।
লোহাগড়া থানার ওসি আবু হেনা মিলন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি
নিশ্চিত করেছেন।
© Deshchitro 2024