ঈশ্বরগঞ্জে গাঁজা সংরক্ষণ ও সেবনের দায়ে এক জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুড়া গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র মো. মালেককে (৪৫) এ সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন।

এসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের পরিদর্শক চন্দন সুর ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশের টিম। আদালত পরিচালনার সময় মালেকের নিকট থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩১ (১) এর ২১ ধারা মোতাবেক এ সাজা প্রদান করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে এই ধারা অব্যহত থাকবে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024