জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

০৩ এপ্রিল (সোমবার) বিকেল ৩টায় উপজেলা  আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আলমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম।  সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সিরাজুল ইসলাম সরদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্যকালে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য স্থানীয় নেতাদের পরামর্শ দেন হুইপ। 

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য আব্দুল মজিদ মোল্লা, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, গোলাম মহিউদ্দিন, স্বপন কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বুলু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদারসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ আরোও অনেকে।

এর আগে সড়ক দুর্ঘটনায় আহত ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল এর বাসভবনে তাঁকে দেখতে এবং সার্বিক খোঁজ খবর নিতে যান হুইপ স্বপন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024