|
Date: 2023-04-04 03:51:41 |
আগুনের লেলিহান শিখায় জ্বলছে রাজধানীর বঙ্গমার্কেট। এখন পর্যন্ত নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসে ৪৩টি ইউনিট এখন পর্যন্ত নিয়ন্ত্রণে কাজ করছে।
আজ মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরে আগুনের সূচনা ঘটে।বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সম্মিলিত সাহায্যকারী দল পাঠানো হয়েছে বলে জানা যায়।
জানা যায়, আজ ভোর ৬ টার দিকে আগুন লাগার পরে বঙ্গবাজার ব্যবসায়ীদের অনেকেই ঘটনাস্থলে পৌঁছে যে যার মতো দোকান থেকে জিনিসপত্র বের করে আনতে চেষ্টা করেন। তবে অনেকেই যথাসময়ে আসতে পারেন নি। যার ফলে ব্যপক ক্ষয়ক্ষতি ও লোকসানের আশংকায় ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন।
এদিকে আগুন ছড়িয়ে পড়েছে বঙ্গ মার্কেটের পাশের ভবনেও।দোকানিদের অনেকেই অভিযোগ করে বলেন "আগুন লাগার খবর পেলেও ফায়ার সার্ভিসের কর্মীরা দেরি করে আসায় আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে। প্রথমে আগুন লাগে গুলিস্তান মার্কেটে। সেখানে থেকে আগুন ছড়িয়ে পড়ে বঙ্গবাজার মার্কেটে। এখন পাশের অন্য ভবনেও ছড়িয়ে পড়েছে। কাপড়ের মার্কেট হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে মার্কেটের ৫ হাজার দোকান পুড়ে গেছে। এছাড়া আশেপাশের অন্তত ৪টি ভবনে ছড়িয়েছে আগুন। "
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ভোর ৬ টায় আগুনের সুত্রপাত হয় এবং তারা খবর পাওয়া মাত্রই সকল প্রস্তুতি নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
© Deshchitro 2024