|
Date: 2022-08-25 08:26:43 |
◾ নিউজ ডেস্ক
জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে বরিশালে অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেন জোটের নেতারা।
এ সময় সদরের প্রধান বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বরিশাল মহানগর শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন সিকদার জানান, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে জনজীবনে দুর্ভোগের সীমা ছাড়িয়েছে।
সরকার একদিকে উন্নয়নের ডামাডোল পেটাচ্ছে, অন্যদিকে দেশ পরিচালনার জন্য আন্তর্জাতিক ব্যাংক থেকে ঋণের আবেদন করছে। এই জাঁতাকলে পড়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। এ থেকে মুক্তি পেতে নিত্যপণ্যের আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণসহ তেলের দাম কমানোর দাবি সবার।
মুদি ব্যবসায়ী হরলাল সিকদার বলেন, বাম জোটের দাবির সঙ্গে আমরা একমত। পরিবহন ভাড়া বাড়ানো হয়েছে হিসাব ছাড়া। আগে বাসা থেকে দোকানে আসতে যে ভাড়া লাগত, এখন তার দ্বিগুণ লাগছে। জ্বালানি তেলের মূল্য আকাশচুম্বী। মানুষের জীবন এখন বিপর্যস্ত।
© Deshchitro 2024