|
Date: 2023-04-04 08:40:22 |
ঈদগাঁওতে বীর মুক্তিযোদ্ধা একে এম মোজাম্মেল হক ফাউন্ডেশনের পক্ষে ইফতার বিতরণ করেছেন,ঈদগাঁও উপজেলা প্রতিনিধি, যুবনেতা রিয়াজ উদ্দীন (রিয়াদ),
এই সময় ঈদগাঁও প্রতিনিধি রিয়াদ বলেন, কক্সবাজার বীর মুক্তিযোদ্ধা একে এম মোজাম্মেল সাহেবের নামে তার পুত্র শাহিনুল হক মার্শালের বড় ছেলে ইরশানুল হক ইশাদ এই সংগঠন প্রতিষ্ঠা করেন, তারা হতদরিদ্র, গরিব অসহায় মানুষকে বিভিন্ন সহজোগিতা দিয়ে থাকেন তারই ধারাবাহিকতায় ৪ এপ্রিল ঈদগাও হতদরিদ্র মানুষের মাজে ইফতার বিতরণ করেন, এই সময় ঈদগাঁও প্রতিনিধি রিয়াদ বলেন মানুষ মানুষের জন্য, একে এম মোজাম্মেল হক ফাউন্ডেশন সাধারণ মানুষের পাশে আছে থাকবে,
এই সময় তিনি অত্র সংগঠনের চেয়ারম্যান, ইরশানুল হক ইশাদের জন্য দোয়া কামনা করেন।
© Deshchitro 2024