মেয়াদোর্ত্তীণ পণ্য বিক্রয় ও দোকানে মূল্য তালিকা না থাকায় নাটোরের লালপুর উপজেলার ধুপইল বাজারের মেসার্স মন্ডল এন্টারপ্রাইজ ও বাবলু ভেটোনারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৪ এপ্রিল) উপজেলার ধুপইল বাজারে নাটোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এক অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
এবিষয়ে সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে পণ্যের মেয়াদ ও মূল্য তালিকা না থাকায় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় ধুপইল বাজারের মেসার্স মন্ডল এন্টারপ্রাইজ ও বাবলু ভেটোনারীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার  টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের সর্তক করে দেওয়া হয়েছে।
জনস্বার্থে এই অভিযান অবহ্যত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023